দীর্ঘ ইনিংস খেলার চিন্তায় সাব্বির


প্রকাশিত: ১২:০১ পিএম, ০৫ জানুয়ারি ২০১৭

প্রথম ম্যাচে তার শুরুটা ছিল উল্কার বেগে। চার-ছক্কায় শুরুতে মাঠ মাতানোর আভাস দিয়েছিলেন সাব্বির রহমান। মনে হচ্ছিল কিউই বোলিং বুঝি বালির বাঁধের মতো ভেঙ্গে চুরমার হবে সাব্বিরের উত্তাল উইলোবাজিতে। কিন্তু হায়, হঠাৎ এক ফুলটচ ডেলিভারিতে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরা।

Babu ক্রিকেটীয় পরিভাষায় ‘সফট ডিসমিসাল।’ একদমই একটা আলগা ধরনের ডেলিভারি। সেটা অন-সাইডে যেখানে খুশি মারা যেত, কিন্তু সাব্বির সবাইকে অবাক করে দিয়ে ঠিক যেখানে ফিল্ডার দাঁড়ানো ঠিক সেখানেই মারলেন। সহজ এক ক্যাচে শেষ হলো এক সম্ভাবনাময় ইনিংস।

সেই শট এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে। এখনো বিশ্বাস হচ্ছে না , ‘আরে ওই ধরনের এক আলগা ডেলিভারিতে আউট হয়ে গেছি।’ তাইতো আফসোসের সুরেই বলে ওঠা, ‘ফুলটস বলে আউট হয়ে গেছি। আসলে ভাবিনি যে, ও রকম ফুলটস আসবে আমার দিকে। একটু চমকেই গিয়েছিলাম। এমন এক আলগা ডেলিভারি আসবে কল্পনাও করিনি। তাই কিছুটা অপ্রস্তুত হয়ে আউট হয়ে গেছি।’
 
তবে ওই আউটকে নিজের ব্যর্থতা বলেই মনে করেন সাব্বির। তাইতো মুখে এমন কথা, ‘ওটা আমারই ব্যর্থতা ছিল।’ আগামীকাল (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে সাব্বিরের টার্গেট দুটি। প্রথম লক্ষ্য, ধীরেসুস্থে রয়ে-সয়ে শুরু করা। আর পরের টার্গেট হলো, উইকেটে সেট হয়ে গেলে যতটা সম্ভব লম্বা ইনিংস খেলা। শটস খেলার পাশাপাশি এক-দুই রান নিয়ে খেলব।’
 
এভাবে খেলে খেলেই দীর্ঘ ইনিংস খেলার চিন্তা মাথায়। ‘আমি বড় ইনিংস খেলার চেষ্টা করছি। মানসিক দিকগুলো নিয়ে কাজ করছি। আশা করি পরের ম্যাচগুলো ভালো খেলার চেষ্টা করবো।’

নিজের পাশাপাশি দলের লক্ষ্য-পরিকল্পনা সম্পর্কে কথা বলেছেন সাব্বির। একটা কথা বেশ জোর দিয়েই বলেছেন, ‘আমরা ভালো খেলতে পারছি না মানে এই না যে ভালো খেলতে পারি না। পরের দুটি ম্যাচে আমরা আরও মনোযোগ দিচ্ছি। যেন শেষ দুটি ম্যাচ জিততে পারি। ব্যক্তিগত পারফরম্যান্স কিছু কিছু হচ্ছে, কিন্তু টিম পারফরম্যান্স হচ্ছে না। আমরা সবাই সেদিকে নজর দিচ্ছি।’

braverdrink
 
সাব্বিরের উপলব্ধি, ‘টি-টোয়েন্টিতে সব বিভাগেই ভালো করতে হয়।’ আগের ম্যাচের চালচিত্র তুলে ধরে সাব্বির বলেন, ‘সে ম্যাচে ১৪১ রান করেও আমরা যে খেলা ১৮ ওভার পর্যন্ত নিতে পেরেছি, সেজন্য বোলারেদর কৃতিত্ব দিতেই হবে। ১৬০-১৭০ রান করতে পারলে হয়তো জিতেই যেতাম। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। বোলাররাো ম্যাচ জেতাতে পারে, ফিল্ডাররা দুই-তিনটা দারুণ ক্যাচ ধরলেই জেতা সম্ভব। আবার ব্যাটসম্যানরা ২০০ রান করেও জয়ের শক্ত ভিত গড়ে দিতে পারে। আসলে সব বিভাগই সাফল্য বয়ে আনতে পারে। তাই আমাদের লক্ষ্য সব ডিপার্টমেন্টে ভালো খেলা। সব বিভাগই পারে জেতাতে।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন