ইমরান খানের মৃত্যুর গুজব


প্রকাশিত: ০৮:১৬ এএম, ১৪ আগস্ট ২০১৪

গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খান -এমন এক দুঃসংবাদ পাকিস্তানসহ গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ল ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে।

হঠাৎ এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে এই কিংবদন্তি তারকার শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা। ভেঙে পড়তে শুরু করেন অনেকেই। খবর যাচাই করতে খোঁজ নেওয়া শুরু হয়। জানা যায়, সবই গুজব। সুস্থ শরীরেই বেঁচে আছেন পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন উদ্বিগ্নরা।

১৯৭১ সালে ১৯ বছর বয়সে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ইমরানের। ১৯৮২ সালে ৩০ বছর বয়সে পাকিস্তানের অধিনায়কত্ব পান তিনি। তার নেতৃত্বেই প্রথম বিশ্বকাপ জেতে পাকিস্তান। টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে ৩৮০৭ রান ও ৩৬২টি উইকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।