ইনজুরির কারণে ছিটকে গেলেন ব্রুম


প্রকাশিত: ০৭:০০ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

কিছুটা স্বস্তির খবর বাংলাদেশের জন্য। কেননা ইনজুরির কারণে শেষ দু’টি টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন নেইল ব্রুম। প্রায় ছয় বছর পর জাতীয় নিউজিল্যান্ড দলে ফিরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মূল নায়কই ছিলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে বেশ ভূগিয়েছেন ব্রুম। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন তিনি। ওয়ানডেতে ভালো করায় সুযোগ পেয়েছিলেন টি-টোয়েন্টি দলেও। আর নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় বাম হাতের আঙুলে চোট পান ব্রুম।

পরবর্তীতে জানা যায়, তার আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে প্রায় ১০ দিনের মত মাঠের বাইরে থাকতে হবে এ ব্যাটসম্যানকে। তার পরিবর্তে শেষ দুই টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন জর্জ ওয়ার্কার। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিনেও দারুণ কার্যকরী জর্জ। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৮টায় মাউন্ট মোঙ্গানুইতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।