আশুলিয়ায় পোষাক শ্রমিকদের মানববন্ধন


প্রকাশিত: ০৬:৪১ এএম, ১৪ আগস্ট ২০১৪

শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে দেয়ার দাবিতে আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের হেলিকন সোয়েটার কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কারখানাটির সকল শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে শ্রমিকরা অবিলম্বে তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বন্ধ কারখানা খুলে দেয়াসহ প্রত্যককে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে দেয়ার দাবি জানান। অন্যথায় শিল্পাঞ্চলের সব শ্রমিকদের সঙ্গে নিয়ে বড় ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শ্রমিকরা।

গত ৯ আগস্ট থেকে হেলিকন সোয়েটার কারখানার শ্রমিকরা পিচরেট বৃদ্ধির দাবিতে কর্মবিরতীসহ বিক্ষোভ শুরু করলে ১০ আগস্ট কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।