মাশরাফিরা এখন মাউন্ট মঙ্গানুইয়ে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১০ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

নেপিয়ারের ম্যাকলিন পার্ক এক রাশ হতাশা দিয়েছে বাংলাদেশকে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ব্যর্থতার কারণে ৬ উইকেটে হেরে গেছে মাশরাফি বিন মর্তুজার দল। হতাশার মাঝে আশার খবর, মাহমুদউল্লাহ রিয়াদের রানের ফেরা। মিডল-অর্ডারে তার রানে ফেরাটা খুবই দরকার ছিল। কেননা ওয়ানডে সিরিজটা তার কেটেছিল বাজেভাবেই। তিন ওয়ানডে মিলে মোটে ৪ রান সংগ্রহ করেছিলেন এই অলরাউন্ডার। অবশেষে প্রথম টি-টোয়েন্টিতে রানে ফিরে হাফ সেঞ্চুরিরও দেখা পেলেন তিনি।

Babuতিন ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টি হার। মানসিকভাবে কিছুটা পিছিয়ে বাংলাদেশ দল, এটা বলা বাহুল্য। কারণ, ঘরের মাঠে যে দলটা একের পর এক জয় দেখছিল, নিউজিল্যান্ডে গিয়ে সেই দলটিই কিনা মুখ থুবড়ে পড়েছে। মাশরাফি-সাকিবদের এখন ঘুরে দাঁড়ানোর মন্ত্রই শিখতে হবে।

সেই মন্ত্রটার শুরু হয়েছিল প্রস্তুতি ম্যাচে হারের পরই। প্রথম ওয়ানডেতে সেটা পারেননি মাশরাফিরা। পারেনটি দ্বিতীয়, তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও। কী করলে জিতবে বাংলাদেশ? সেটাই শিষ্যদের রপ্ত করাতে হবে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহকে।

টি-টোয়েন্টিতে বরাবরই বিপজ্জনক দল- নিউজিল্যান্ড। আইসিসির র‌্যাংকিং-ই সে কথা বলে দিচ্ছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগেই টি-টোয়েন্টিতে নম্বর-ওয়ান দল কিউইরা। ওই ম্যাচে জয় তুলে নিয়ে শীর্ষস্থানটা দৃঢ় করলো। এভাবে পরের দুটি ম্যাচ জিতেও সেই জায়গাটা আরো মজবুত করতে চাইবে তারা।

মাশরাফি বাহিনী কি সেটা হতে দেবে? নিশ্চয়ই তেমনটা কোনোভাবেই চাইবেন না হাথুরুর শিষ্যরা। যেভাবেই হোক দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা আনার প্রাণবন্ত চেষ্টাই চালাবেন তারা। তার জন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই সেরাটা উজাড় করে দিতে হবে সফরকারী দলটিকে।

braverdrink

আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচটি গড়াবে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে। ম্যাচটি সামনে রেখে নেপিয়ার ছেড়েছেন মাশরাফিরা। বাস যোগে ৪ ঘণ্টা ভ্রমণ শেষে বিকেল চারটায় (নিউজিল্যান্ডের স্থানীয় সময়) মাউন্ট মঙ্গানুইয়ে পৌঁছেছেন তারা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ে ফিরতে প্রথমে নিজেদের ঝালিয়ে নেবেন টাইগাররা। শুক্রবার সকাল ৮টায় (বাংলাদেশ সময়) স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। টেস্ট সিরিজের আগে সফরকারীদের একটি জয় খুবই দরকার। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিকে ঘুরের দাঁড়ানোর মঞ্চ বানাতে পারবে কি টিম বাংলাদেশ? সময়ই সব বলে দেবে!

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।