কেকেআরে সাকিবদের বোলিং কোচ বালাজি


প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৩ জানুয়ারি ২০১৭

একসময় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলতেন লক্ষ্মিপতি বালাজি (২০১১-১৩)। আইপিএলে এই ক্লাবটির হয়ে ৪২ ম্যাচে হাত ঘুরিয়ে নিয়েছেন ৪৪ উইকেট। সাকিব আল হাসান, সুনিল নারিন, মরনে মরকেলদের সঙ্গে উইকেট শিকারের আনন্দ ভাগাভাগি করে নিতেন এই ভারতীয় বোলার।

সময়ের ব্যবধানে সেই বালিজিই এখন নিয়োগ পেলেন কেকেআরের কোচ হিসেবে। আগামী মৌসুমে আইপিএলে দুইবারের চ্যাম্পিয়ন দলটির বোলারদের গুরুর দায়িত্ব পালন করবেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন পাকিস্তানি কিংবদন্তী ওয়াসিম আকরামের।

নিজ দলের খেলোয়াড়কে কোচ হিসেবে পেয়ে খুশি কেকেআরের প্রধান ভেঙ্কি মাইশুর। বলেন, ‘এটা আমাদের জন্য খুশির খবর যে আমরা বালাকে (বালাজি) আবারও পেলাম। কেকেআর পরিবারে তাকে স্বাগত জানাই। তিনি আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ! ২০১২ সালে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন।’

এনইউ/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।