‘খুলনার’ ডলারে ব্যাটিং ধস খুলনার


প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৩ জানুয়ারি ২০১৭

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ডলার মাহমুদের জন্ম খুলনাতে। ২০০৫ সালে খুলনা বিভাগের হয়েই তার অভিষেক প্রথম শ্রেণির ক্রিকেটে। তবে শেষ কয়েক মৌসুম ধরে বিভিন্ন বিভাগের হয়ে খেলছেন এই অলরাউন্ডার। এবার যেমন খেলছেন ঢাকা মেট্রোর হয়ে।

মঙ্গলবার জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে ডলার মাহমুদের বোলিংয়েই ধসে গেছে তার নিজ বিভাগ খুলনা বিভাগের ইনিংস। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা গুটিয়ে যায় ২০৭ রানে।

ডলার নেন ৫ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি ও আরাফাত সানি। বাকি উইকেটি নিয়েছেন অফ স্পিনার শরিফুল্লাহ। খুলনার ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ফিফটি ইনিংসটি এসেছে জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয়ের ব্যাট থেকে।

জবাব দিতে নেমে অবশ্য খুব একটা স্বস্তিতে নেই ঢাকা মেট্রোও। ৩৭ রানেই তারা হারিয়েছে ৩ উইকেট। ১৪ রান নিয়ে অপরাজিত থাকা শামসুর রহমান শুভ ও ১ রান নিয়ে ব্যাটিংয়ে থাকা মেহরাব হোসেন জুনিয়র বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবে।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।