ট্রফিতে চোখ বাংলাদেশ কোচের


প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৩ জানুয়ারি ২০১৭

গ্রুপ পর্বে ভারতকে রুখে দিয়েই বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানি ছোটন বলেছিলেন, জাতীয় নারী দলের কোচ হিসেবে এটি তার ক্যারিয়ারের সেরা সাফল্য। দলকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলে নিজের ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করেছেন তিনি। এবার অনন্য এক সাফল্যের হাতছানি তার সামনে। ভারতকে হারিয়ে প্রথম দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়লে বাংলাদেশের নারী ফুটবলও উঠে যাবে অনন্য এক উচ্চতায়।
 
ফাইনালে উঠে কে জিততে না চায়? প্রতিপক্ষ যেই হোক-ফাইনালে ওঠা মানেই শিরোপার হাতছানি। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন শিরোপার এত কাছ থেকে খালি হাতে ফিরতে চান না। শিলিগুড়িতে তিনি মিডিয়াকে বলেছেন, ‘লক্ষ্য অবশ্যই ট্রফি জেতা। আমি সব সময়ই বলেছি ভারত শক্তিশালী দল। এখনো বলছি। তবে ফাইনালে ওঠায় আমাদের স্বপ্নও বড় হয়েছে। আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই দেশে ফিরতে চাই।’
 
শিলিগুড়ি যাওয়ার আগে বাংলাদেশ কোচ বলেছিলেন তারা সেমি-ফাইনালের লক্ষ্য নিয়ে যাচ্ছেন। ‘আমরা সেমিফাইনাল টার্গেট নিয়ে এ টুর্নামেন্ট খেলতে এসেছিলাম। সেটা পূরণ করে ফাইনালেও উঠেছি। ফাইনালে আমরা কোনো চাপ নিচ্ছি না। আমার বিশ্বাস, মেয়েরা তাদের সর্বোচ্চ দিতে পারলে দল জিতবে। আমরা জেতার জন্যই খেলবো। দেখা যাক, কী হয়!’-ফাইনালের আগে বাংলাদেশ কোচ।
 
গ্রুপ পর্বে ভারতে রুখে দেয়াটাকে দলের অনুপ্রেরণা হিসেবে দেখছেন ছোটন, ‘ওই ম্যাচে আমরা ওদের আটকে রাখতে পেরেছিলাম। সেটা অবশ্যই ফাইনালে আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে। এই দলে অনূর্ধ্ব-১৬ খেলোয়াড় বেশি। টুর্নামেন্টে আসার আগে রক্ষণভাগ নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু শিউলি-শামসুন্নাহার-নার্গিসরা যেভাবে খেলছে, তাতে আমার দুঃশ্চিন্তা কেটে গেছে। আক্রমণভাগ নিয়ে আমি খুশি। যদিও অভিজ্ঞতার ঘাটতি থকায় মাঝমাঠের খেলাটা প্রত্যাশানুযায়ী হচ্ছে না। তবে আশা করি ফাইনালে সমস্যা কেটে যাবে।’

আরআই/এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।