আন্তর্জাতিক সুবিধা পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা


প্রকাশিত: ১০:০৬ এএম, ১৫ মার্চ ২০১৫

দেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের গ্রাহকেরা এখন থেকে বেশ কিছু আন্তর্জাতিক সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রামীণফোন সম্প্রতি মালয়েশীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ডিজি এবং স্বনামধন্য ট্রাভেল বুকিং ওয়েবসাইট আগোডা ডট কম এর সাথে দুটি পৃথক চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের কোন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এই প্রথমবারের মতো গ্রাহকদের জন্য এরকম কোন অফার নিয়ে এসেছে।

ডিজি টেলিকমিউনিকেশনস এর সাথে চুক্তির আওতায়, গ্রামীণফোনের আন্তর্জাতিক রোমিং সেবা ব্যবহারকারী গ্রাহকেরা মালয়েশিয়া থাকাকালীন ডিজি এর মার্চেন্ট রিওয়ার্ড অফারগুলো উপভোগ করতে পারবেন। এই সুবিধাগুলো গ্রহণ করতে ইচ্ছুক গ্রাহকদের অফারগুলো উপভোগের জন্য মার্চেন্ট আউটলেটগুলোতে ডিজি নেটওয়ার্ক সম্বলিত মোবাইল স্ক্রিন দেখাতে হবে। মালয়েশীয়ায় অবস্থিত নামকরা রেস্টুরেন্ট, ক্যাফে, বইয়ের দোকান, সাজ সজ্জা সামগ্রী ও দোকান, থিম পার্ক, ফ্যাশন স্টোর প্রভৃতি এই অফারের আওতায় রয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ হতে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে এবং ডিজি এর চিফ মার্কেটিং অফিসার ক্রিশ্চিয়ান থ্রানে এই চুক্তি স্বাক্ষর করেন।

গ্রামীণফোন আরো একটি চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বখ্যাত ট্রাভেল বুকিং ওয়েবসাইট আগোডা ডট কম এর সাথে। এই চুক্তির আওতায় হোটেল বুকিং এর জন্য আগোডার বিদ্যমান ডিসকাউন্টের ছাড়াও গ্রামীণফোনের প্লাটিনাম প্লাস/প্লাটিনাম এবং গোল্ড/সিলভার স্টার গ্রাহকরা যথাক্রমে অতিরিক্ত ৭ শতাংশ এবং ৫ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

ডিজি এর মার্চেন্ট অফারগুলো জানতে যেতে হবে http://digi.my/rewards লিঙ্কটিতে এবং আগোডায় বুকিং করতে যেতে হবে- www.agoda.com/grameenphone লিঙ্কটিতে।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।