পাকিস্তানের লক্ষ্য ২৩৮


প্রকাশিত: ০৭:২৮ এএম, ১৫ মার্চ ২০১৫

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পাকিস্তানের প্রয়োজন ২৩৮ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ডের সেঞ্চুরির উপর ভর করে ২৩৭ রান তোলে আইরিশরা।

পুল `বি`তে নিজেদের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে মাত্র ৩ রান করে এহসান আদিলের শিকার হয়েছেন পল স্টার্লিং। এড জয়েস ও নিয়াল ও’ব্রায়েনও বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ফিরেছেন ১১ ও ১২ রান করে। এরপর ব্যালবার্নিকে সাথে ৪৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলেন।

ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি হাঁকিয়ে পোর্টারফিল্ড ফেরেন দলীয় ১৮২ ও ব্যক্তিগত ১০৭ রানে। শেষ দিকে আর কোন ব্যাটসম্যান রান করতে না পারলে ২৩৭ রানেই শেষ হয় আইরিশদের ইনিংস। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ নেন ৩ উইকেট।

এমআর/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।