আয়ারল্যান্ডের তৃতীয় উইকেটের পতন


প্রকাশিত: ০৫:১৭ এএম, ১৫ মার্চ ২০১৫

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পুল `বি`তে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ৯৭ রান। পোর্টারফিল্ড ৬২ আর ব্যালবার্নি ৫ রান নিয়ে ব্যাট করছে।

বিশ্বকাপ মিশনটা এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী হয়নি পাকিস্তানের। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে হারের পর ক্যারিবীয়দের কাছেও বাজেভাবে হার মানে মিজবাহরা।

আয়ারল্যান্ডের কাছে হেরে গেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে কঠিন সমীকরণের ধাঁধায় পড়তে হবে পাকিস্তানকে। কারণ, দিনের অপর ম্যাচে ক্যারিবীয়রা, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলে কপাল পুড়বে মিজবাহ-আফ্রিদিদের। তাই সমীকরণ এড়াতে জয়ের বিকল্প ভাবছে না পাকিস্তান।

অন্যদিকে, আয়ারল্যান্ডেরও রয়েছে আগের আসরে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি। তবে হারের তেতো অভিজ্ঞতায় প্রলেপ দিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা যে এবার মরিয়া হয়ে উঠবে, সেটাও ভালোই জানা আইরিশদের। কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্নপূরণের এত কাছাকাছি গিয়ে হার মানতে চায় না পোর্টারফিল্ডরা। সে লক্ষ্যে, সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের তাজা স্মৃতি, আত্মবিশ্বাস যোগাতে পারে আইসিসি`র সহযোগী দেশটিকে। 

পাকিস্তান একাদশ :
সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, হারিস সোহেল, মিসবাহ-উল হক, শোয়েব মাকসুদ, উমর আকমল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলি ও এহসান আদিল।

আয়ারল্যান্ড একাদশ:
উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টার্লিং, এড জয়েস, নিয়াল ও’ব্রায়েন, অ্যান্ডি ব্যালবার্নি, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, জন মুনি, স্টুয়ার্ট টমসন, অ্যালেক্স কিউস্যাক ও জর্জ ডকরেল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।