নেপিয়ারে পৌঁছেছে বাংলাদেশ দল


প্রকাশিত: ০৭:০৫ এএম, ০১ জানুয়ারি ২০১৭

নিউজিল্যান্ড সফরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এবার তাদের লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানো। আর এ লক্ষ্যকে সামনে রেখে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেপিয়ারে পৌঁছেছে বাংলাদেশ দল।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রাখা হয়েছে শুভাগত হোম ও তাইজুল ইসলামেকে।

braverdrink

ওয়ানডে দলের স্কোয়াডে থাকা মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, শুভাশিষ রায় ও তাসকিন আহমেদ রয়েছেন এই স্কোয়াডে। বাদ পড়েছেন তানবির হায়দার ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া ইনজুরির কারণে অনুমিতভাবেই দলে নেই মুশফিকুর রহিম।

উল্লেখ্য, নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলে ৪ জানুয়ারি বাংলাদেশ দল যাবে মাউন্ট মঙ্গানুইয়ে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে সেখানেই।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।