নিরাপদ শিক্ষা কার্যক্রমের দাবিতে সারাদেশে মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সারাদেশের সকল মহাবিদ্যালয়ে হরতাল-অবরোধের নামে সহিংসতা ও প্রাণহানি বন্ধ এবং নিরাপদে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সারাদেশে একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার দেশের প্রায় দু’হাজার একশ’ চুয়ান্নটি মহাবিদ্যালয়ে আয়োজিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস সংলগ্ন সড়কের ওপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এ মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে ঢাকার ইডেন মহিলা কলেজ, পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ, মৌলভীবাজারের রাজনগর কলেজ ও খাগড়াছড়ির মহালছড়ি সরকারি কলেজ, জামালপুরের সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ, শেরপুর সরকারি কলেজ, মাগুরা জেলার সকল সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সহ জেলার সকল সরকারি কলেজ, নীলফামারী সরকারি কলেজ, শরীয়তপুর নড়িয়া সরকারি কলেজ, মাদারীপু সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজসহ দেশের বিভিন্ন সরকারি কলেজে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি থেকে বর্তমান সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে টানা অবরোধ কর্মসূচি এবং বিভিন্ন সময় হরতাল পালন করে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তাদের এ রাজনৈতিক কর্মসূচির ফলে সারাদেশে শিক্ষা কর্যক্রম ব্যহত হচ্ছে। এমনকি রাজনৈতিক এ আন্দোলনের জন্য চলমান এসএসসি পরীক্ষারও বারবার সময় সূচি পরিবর্তন করা হচ্ছে।
আরএস/আরআই