ইমরুলের বিদায়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬

কোন উইকেট না হারিয়েই শতরানের কোটা পার করেছিল বাংলাদেশ। তবে এরপরই ছন্দপতন হয় টাইগারদের। নেইল ব্রুমের অতিমানবীয় ক্যাচে সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস। টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে ছিলেন এ ওপেনার।

সান্টনারের করা ২২তম ওভারের দ্বিতীয় দলে এগিয়ে গিয়ে খেলতে গিয়েছিলেন ইমরুল। কিন্তু বলে ব্যাটে ঠিকভাবে সংযোগ না হওয়ায় বল চলে যায় শর্ট থার্ডম্যানে। তবে প্রায় ১০ গজ পিছনের দিকে দৌড়ে ঝাপিয়ে পড়ে এক হাতে ক্যাচ লুফে নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্রুম।
তবে অপর প্রান্তে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন আরেক ওপেনার তামিম ইকবাল।

 এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২২ ওভারে ১ উইকেটে ১০৯ রান। ৪৯ রান নিয়ে ব্যাটিং করছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। আর নতুন ব্যাটসম্যান সাব্বির রহমান ৫ রানে।


এর আগে নেলসনের সেক্সটন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে সকালে সতর্কতার সঙ্গেই শুরু করেন দুই ওপেনার। তবে ধীরে ধীরে নিজেদের খোলস থেকে বেরিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনারই।

এআরবি/আরটি/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।