শেষ ওয়ানডেতে খেলবেন মোস্তাফিজ


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ৩০ ডিসেম্বর ২০১৬

শতভাগ ফিট না থাকায় দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে তার পরিবর্তে খেলেছিলেন শুভাশিস রায়। তবে তৃতীয় ওয়ানডেতে সেই মোস্তাফিজই আবার মাঠে নামবেন। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে এমন তথ্যই।

Babuদীর্ঘ ইনজুরি কাটিয়ে এই নিউজিল্যান্ড সিরিজেই ফিরেছিলেন মোস্তাফিজ। ওই ম্যাচে ১০ ওভারে ৬২ রান দিয়ে দুটি উইকেটও লাভ করেছিলেন তিনি। ফেরার ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে খরুচে বোলিংটাই করলেন। ইকোনোমি রেট ৬.২০!

পরের ম্যাচে (দ্বিতীয় ওয়ানডেতে) নির্বাচকরা তাকে একাদশে রাখেননি। তার পরিবর্তে খেলতে নামা শুভাশিস রায় ১০ ওভারে ৪৫ রান খরচায় একটি উইকেট লাভ করেছিলেন। তার পরেও মোস্তাফিজ দলে ফিরলে শুভাশিসকে জায়গা ছেড়ে দিতে হবে, এটা বলা বাহুল্য।

braverdrink

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ইতোমধ্যে ২-০ ব্যবধানে হাতছাড়া করেছে বাংলাদেশ। তাই তৃতীয় ওয়ানডেতে জয়ের জন্য মরিয়া টাইগাররা। মোস্তাফিজকে পেলে তাদের বোলিং আক্রমণ আরো শানিত হবে, এটা নির্দ্বিধায় বলা যায়। নেলসনের স্যাক্সটন ওভালে আগামীকাল শনিবার ভোর চারটায় কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিকে জাগো নিউজের সঙ্গে আলাপকালে নিজেও জানিয়েছিলেন, ফিজিও চাইলে তিনি খেলতে প্রস্তুত। বলেন, ‘আমি পুরোপুরি ফিট। আমার কোনো সমস্যা নেই। খেলার জন্যও পুরোপুরি প্রস্তুত। ফিজিও চাইলেই আমি মাঠে নামতে পারি। ফিটনেসে কোনো সমস্যা নেই। কাঁধেও কোনো ব্যথা নেই। বোলিংয়েও কোনো সমস্যা নেই। আমার মতে, আমি শতভাগ ফিট।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।