বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬

আগামী বছর (২০১৭ সাল) দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ওই সিরিজের প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবেন টাইগাররা। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকায় আতিথ্য পাবেন টাইগাররা। আগামী বছরে ঘরের মাঠে বেশি সিরিজ খেলতে চায় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সূচি এক নজরে :

সেপ্টেম্বর ২১-২৩: তিনদিনের প্রস্তুতি ম্যাচ

সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফস্ট্রুম

অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লোয়েমফন্টেইন

অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ

অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বারলি

অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল

অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লোয়েমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম
   
এনইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।