নিউজিল্যান্ডের ৭ম উইকেটের পতন
নাসিরের ২য় শিকার হলেন অ্যান্ডারসন। এর আগে সাকিবের বলে সাজঘরে ফিরেন রঞ্চি। সাকিবের ৪র্থ শিকার এটি।
মার্টিন গাপটিলের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিতে কিউইরা যখন এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই সাকিবের তৃতীয় আঘাত। তুলে মারতে গিয়ে লং অনে রুবেল হোসেনের ক্যাচে পরিণত হওয়ার আগে গাপটিল করেছেন ১০৫ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ ৪৭.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭০ রান।
বাংলাদেশের দেওয়া ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন ম্যাককালাম ও কেইন উইলিয়ামসনকে হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। গাপটিল আর টেইলর ১৩১ রানের জুটি করে দলকে ভালো অবস্থানে নিয়ে যায়। সাকিব নেন ৩ উইকেট।
এর আগে বিশ্বকাপে মাহমুদউল্লাহর টানা দ্বিতীয় সেঞ্চুরির উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত সাত উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ১২৮ রান করে অপরাজিত থাকেন।
এমআর/এআরএস/এমএস