নতুন উচ্চতায় সাকিব


প্রকাশিত: ০৩:২৮ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬

আন্তর্জাতিক ক্যারিয়ারের নিজের নামের সঙ্গে আরেকটি মাইলফল যোগ করলেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার উপর টাইগার এই অলরাউন্ডার।

সিরিজ শুরুর পূর্বে এই মাইলফলকে পোঁছাতে সাকিবের প্রয়োজন ছিল মাত্র ৫ উইকেট। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সোমবার ক্রাইস্টচার্চে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। আর দ্বিতীয় ওয়ানডেতে এসে শিকার করে নিলেন দুই উইকেট। কিউই ব্যাটসম্যান টিম সাউদির উইকেট তুলে নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব।

braverdrink

বর্তমানে এই অলরাউন্ডারের উইকেট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ ম্যাচে ৩৩টি। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১৭ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন কিউই পেসার কাইল মিলস। তবে মিলস এবং সাকিবের উইকেট সংখ্যা সমান হলেও মিলসের চেয়ে কম ম্যাচ খেলায় উপরে আছেন এই টাইগার।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।