নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলছেন না মাশরাফি
গ্রুপ পর্বের পাঁচ খেলায় তিনটিতে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় অনেকটাই নির্ভার টাইগাররা। আর তাই শুক্রবার বিশ্বকাপের সহ-আয়োজক নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন অনেকটা নিয়ম রক্ষার জন্যই।
নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক খেলবেন কিনা খেলবেন এ নিয়ে বেশ আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো। এবার সেই গুঞ্জন সত্যিতেই পরিণত হলো। শুক্রবারের নির্ভার ম্যাচে টাইগার অধিনায়কসহ পরিবর্তন এসেছে দু`জন খেলোয়ারের। মাশরাফির পরিবর্তে খেলবেন নাসির হোসেন এবং আরাফাত সানির পরিবর্তে মাঠে নামবেন তাইজুল ইসলাম।
নিউ জিল্যান্ডের হ্যামিল্টনে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় বিশ্বকাপের পুল `এ` এর ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচটিতেই জিতে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে কিউইরা। সাত পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে বাংলাদেশ।
আরএস