ঢাবিতে ডিজিটাল মিউজিক আর্কাইভ উদ্বোধন


প্রকাশিত: ০১:০২ পিএম, ১২ মার্চ ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংগীত বিভাগে বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় ডিজিটাল মিউজিক আর্কাইভ প্রতিষ্ঠা করা হয়েছে। বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই আর্কাইভের উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাহস ও অনুপ্রেরণা যোগাতে সংগীতের অসামান্য ভূমিকার কথা তুলে ধরে এর যথাযথ সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন।

উপাচার্য বলেন, সংগীতের কোন সীমারেখা নেই, সকলকে সংগীতমনা হতে হবে এবং এর চর্চা ও লালনের মাধ্যমে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। বাংলাদেশের রয়েছে অত্যন্ত সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। তাই এর ধারণ, লালন ও প্রসারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ প্রসঙ্গে তিনি নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সংগীত বিভাগের আর্কাইভ প্রতিষ্ঠায় সহযোগিতা দেয়ায় বেঙ্গল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান উপাচার্য।

এ সময় ঢাবি প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, সংগীত বিভাগের চেয়ারপার্সন শাহনাজ নাসরীন ইলা, বিভাগের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।