মান্নার রিমান্ড-জামিন নাকচ
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন।
মান্নার আইনজীবী আবদুল মান্নান খান বলেন, মান্না রিমান্ডে থাকাকালে হৃদরোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য মান্নার রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করা হলে আদলত রিমান্ড বাতিল ও জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সোমবার ভোরে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মান্নাকে আটক করা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী মেহের নিগার। এরপর মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মান্নাকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
এক সময়ের বামধারার ছাত্রনেতা ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না আশির দশকে আওয়ামী লীগে যোগ দেন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পান তিনি। তখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন তিনি। ২০০৮ সালের নির্বাচনের পর পদ হারান মান্না। এরপর নাগরিক ঐক্য গঠন করেন তিনি।
এএইচ/আরআই