ঘর সাজাতে কুশন


প্রকাশিত: ১০:৪৪ এএম, ১২ মার্চ ২০১৫

কুশন কিনেছেন, কিন্তু তা সোফার সঙ্গে মানাচ্ছে না। এরকম হলে বিপদ। কুশনকভার কিনতে হবে মানিয়ে। গরমের সময় হলে একটু গাঢ় রং, আর গরমের তীব্রতা কম হলে অপেক্ষাকৃত হালকা রঙের কুশনকভার ব্যবহার করা যেতে পারে।

সোফা, ডিভান বা বিছানার জন্য ব্যবহৃত কুশনকভারের কাপড়টা অপেক্ষাকৃত পাতলা হয়। অন্যদিকে মেঝেতে শতরঞ্জি পেতে যে কুশন রাখা হয়, এর কভারের কাপড়টা একটু ভারী ও গাঢ় রঙের হওয়া উচিত। কুশনকভার কেনার সময় খেয়াল রাখতে হবে, বিছানার চাদর বা পর্দার কাপড়ে কোন ধরনের প্রিন্ট রয়েছে। প্রিন্টের সঙ্গে মিল রেখে কিনলে ভালো দেখাবে।

কুশনের আকার
বসার ঘরের সোফা কিংবা ডিভানে ১৪ বাই ১৪ ইঞ্চির কুশন রাখাই ভালো। তবে আজকাল কিছু কিছু সোফায় ফোমের পরিবর্তে ৩২ বাই ৩২ ইঞ্চির কুশনও রাখা হয়। আবার এই বড় কুশনটার ওপরে রাখা যেতে পারে ছোট কোনো কুশন। সোফার পাশে মেঝেতে পাতা শতরঞ্জিতে রাখা যেতে পারে বেশ কয়েকটা কুশন।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।