কেন্দ্রীয় কারাগারে র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ


প্রকাশিত: ০৭:১২ এএম, ০১ জুলাই ২০১৪

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদ করে জনপ্রশাশন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী  জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা হলেন- লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ তারেক সাঈদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এম এম রানা।

এর আগে সোমবার নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় ওই তিন কর্মকর্তাসহ ১৩ জনকে কারাগারে পাঠানো হয়। ওই দিন নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এইচ এম শফিকুল ইসলাম শুনানি শেষে তাদের কারাগারে পাঠান।

শুনানি শেষে তদন্তকারী কর্মকর্তাকে পরবর্তী প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ২০ আগস্ট আসামিদের আবার আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।