অনুশীলন করলেন টাইগাররা
নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার মাঠে নামার আগে হালকা অনুশীলন করলেন টাইগাররা। স্থানীয় সময় দুপুর দুটায় শুর হয় দলের অনুশীলন।
সেডন পার্ক মাশরাফিদের কাছে অনেক পরিচিত একটি ভেন্যু। এর আগে এই মাঠে খেলেছেন মাশরাফি,তামিম,ইমরুল কায়েস,সাকিব,মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ,শফিউল ইসলাম সুহাস ও রুবেল হোসেন।
তবে সেডন পার্কে বাংলাদেশ দল টেস্ট ম্যাচে অংশ নিলেও এখানে ওয়ানডে ম্যাচ খেলেনি। কিউইদের বিপক্ষে টাইগাররা ২৫বার মুখোমুখি হয়েছে। আর তাতে বাংলাদেশ দল জয় পেয়েছে ৮টি ম্যাচে। ১৬টিতে জিতেছে নিউজিল্যান্ড। একটি ম্যাচ হয়েছে পরিত্যাক্ত।
তবে সর্বশেষ আটবারের মুখোমুখিতে মাশরাফি-সাকিবরা জিতেছে সাতটিতে। যদিও একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে। তবে আটটি ম্যাচই বাংলাদেশ দল তাদের ঘরের মাঠে খেলেছে। কিন্তু এবার লড়াই নিউজিল্যান্ডের ভিন্ন কন্ডিশনে।
এমআর/আরআইপি