নিষেধাজ্ঞার নামে রাজনৈতিক উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : রাশিয়া


প্রকাশিত: ০৫:৩০ এএম, ১২ মার্চ ২০১৫

রাশিয়ার ওপর আরোপিত সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক উস্কানি বলে মন্তব্য করেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া সাক্ষাৎকারে একই সঙ্গে মার্কিন এ পদক্ষেপের নিন্দাও করেছেন তিনি।

এ দিকে পার্শ্ববর্তী দেশ ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিদ্রোহীদের মস্কো সমর্থন দিচ্ছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে সেটাকেও অর্থহীন ও বাজে বলে অভিযোগ করেছেন সের্গেই রিয়াবকভ।

সের্গেই রিয়াবকভ বলেন, নিষেধাজ্ঞা আরোপ করা এবং এর পরিধি বাড়ানোর বিষয়ে মার্কিন অর্থ দফতরসহ অন্যান্য দফতরকে কী ধরেনের দিক নির্দেশনা দেয়া হচ্ছে তা বোঝা সত্যিই মুশকিল।

ইউক্রেনে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করছে বলে আমেরিকা যে দাবি করছে তার সঙ্গে এ আচরণের মিল নেই বলেও জানান রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন অর্থ বিভাগ বুধবার সকালের দিকে রাশিয়ার বিরুদ্ধে শেষ দফা নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করেছে। এতে ক্রিমিয়ায় তৎপর একটি রুশ ব্যাংকও রয়েছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।