কালো ব্যাট দিয়েই খেলতে পারবেন রাসেল


প্রকাশিত: ০৬:০৯ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬

আবারো কালো ব্যাট নিয়ে বিগ ব্যাশে খেলতে পারবেন আন্দ্রে রাসেল। ক্রিকেট অস্ট্রেলিয়া আন্দ্রে রাসেলের কালো ব্যাটটি ফের অনুমোদন দিয়েছে। তবে বল যাতে নষ্ট না হয়, সে জন্য ব্যাটের গায়ে পরিস্কার একটি প্রলেপ দেওয়া হয়েছে।  

উদ্বোধনী ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে কালো ব্যাট নিয়ে মাঠে নামেন রাসেল। খেলা শেষে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের নির্দেশনা অনুযায়ী কালো রঙের ব্যাটটি নিষিদ্ধ ঘোষণা করে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। তবে এবার ব্যাটের গায়ে পরিস্কার একটি প্রলেপ দেওয়া হয়েছে। ফলে বলের আর কোন ক্ষতি হবে না।

এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, `এখন থেকে ব্যাটের ওপর একটি পরিস্কার প্রলেপ থাকবে। ফলে বলের আর কোনো ক্ষতি হবে না। তাই রাসেল এখন থেকে কালো ব্যাট দিয়ে খেলতে পারবে।`   

এর আগে বিগ ব্যাশের গত আসরে আরেক ক্যারিবীয় তারকা ক্রিস গেইল সোনালী রংয়ের ব্যাট দিয়ে খেলেছিলেন। এই দুটি ব্যাটই প্রস্তুত করেছে স্পার্টান নামেন ক্রীড়া সামজ্ঞীর একটি প্রতিষ্ঠান।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।