মোসাদ্দেকের প্রথম ফিফটি


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে লড়াই করেছেন সাকিব আল হাসান। দেশসেরা অলরাউন্ডার তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩২তম ফিফটি। সাকিবের পর ব্যাট হাতে ফিফটি তুলে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। এটি ওয়ানডেতে মোসাদ্দেকের প্রথম ফিফটি।

অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তার প্রথম হাফ সেঞ্চুরি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ৪৫* রানের ইনিংস খেলেছিলেন মোসাদ্দেক। আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও অপরাজিত ছিলেন। ৪৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে খেলেছেন ৫০* রানের ইনিংস।

braverdrink

এদিকে সাকিব আউট হলে ক্রিজে আসেন মোসাদ্দেক। মুশফিককে সঙ্গে করে ৫২ রানের পার্টনারশিপ গড়েন তরুণ তুর্কি। কিন্তু ৩৯তম ওভারে চোটের কারণে মুশফিক মাঠ ছাড়ার পর নিজেই একপ্রান্ত আগলে রাখেন। দলকে ভালো অবস্থানে নেয়ার চেষ্টা করেন। যোগ্য সঙ্গী না পাওয়া পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেননি তিনি।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।