‘মোস্তাফিজ ওয়ার্ল্ড ক্লাস’


প্রকাশিত: ০১:২৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬

গত দেড় বছর হলো, আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা। এর মধ্যেই নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন। স্লোয়ার-কাটারের মেশালে তার বোলিং খুবই ভয়ঙ্কর, যা বুঝে উঠতে ঘুম হারাম বিশ্বের তাবত ব্যাটসম্যানদের। তিনি আর কেউ নন, বাংলাদেশের গর্ব- মোস্তাফিজুর রহমান।

অভিষেকের পর থেকেই মোস্তাফিজ বেশ ধারাবাহিক। বাংলাদেশ জাতীয় দলকে দুর্দান্ত কিছু পারফরম্যান্স উপহার দিয়েছেন কাটার মাস্টার। যা টিম বাংলাদেশকেও এনে দিয়েছে দারুণ সাফল্য। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও আলোচনায় তিনি। নিউজিল্যান্ড কোচ মাইক হেসন যেমন কাটার মাস্টারকে সমীহ করছেন। জানালেন, মোস্তাফিজ ওয়ার্ল্ড ক্লাস (বিশ্বমানের)।  

২১ বছর বয়সী কাটার মাস্টারের প্রশংসায় ব্ল্যাক-ক্যাপস কোচ মাইক হেসন বলেন, ‘মোস্তাফিজের অবস্থানটা ওয়ার্ল্ড ক্লাস (বিশ্বমানের)। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বল করেছিল সে। বিশ্বসেরা বোলারদেরই একজন মোস্তাফিজ। তাই আমরা তাকে সমীহ করছি।’

এনইউ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।