ভারতে পৌঁছেছে প্রথম সৌরচালিত বিমান


প্রকাশিত: ০৭:২২ এএম, ১১ মার্চ ২০১৫

ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে পৌঁছেছে এসআই-২ নামে বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত বিমান। আমেদাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি।

এর আগে গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আমিরশাহির থেকে উড্ডয়ন করে বিমানটি। প্রথমে নামে ওমানে। আগামী পাঁচ মাস ধরে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এই বিমান ফিরে যাবে আবুধাবিতে।

সৌরবিমানটির উড্ডয়ন এখনো পরীক্ষামূলক স্তরেই রয়েছে। এই বিশ্ব সফর সফল হলে তবেই বাণিজ্যিকভাবে উড্ডয়নের ছাড়পত্র দেওয়া হবে বলে নির্মাণকারী সংস্থার তরফে জানানো হয়েছে।

এক আসন বিশিষ্ট বিমানটির ওজন ২ হাজার ৩০০ কেজি। ডানার দৈর্ঘ্য ৭২ মিটার। ১৭ হাজার ২৪৮টি সৌরকোষ রয়েছে এতে। চারটি লিথিয়াম পলিমার ব্যাটারির সাহায্যে সৌরকোষগুলিতে চার্জ দেওয়ার বন্দোবস্ত রয়েছে। ব্যাটারিগুলির এক একটির ওজন ৬৩৩ কেজি।

ভারত থেকে বিমানটির পরবর্তী গন্তব্য মায়ানমারের মান্দালয়। তারপর চীনের নানজিং প্রদেশ। এরপর বিমানটি প্রশান্ত মহাসাগর পার হয়ে হাওয়াই দ্বীপপুঞ্জে পৌঁছাবে। সেখান থেকে যাবে আমেরিকার মূল ভূখণ্ডে, ফিনিক্স এবং নিউইয়র্কে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।