`গিরগিটির মতোই রং বদলাচ্ছে উইকেট`


প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সোমবার ভোরে মাঠে নামবে বাংলাদেশ। আর এ ম্যাচে মাশরাফি-সাকিবদের কিউই কন্ডিশনের সঙ্গে লড়াই করতে হবে উইকেটের সঙ্গেও। প্রথম ম্যাচের আগে উইকেট দেখে এমনটাই জানালেন টাইগার অধিনায়ক মাশরাফি।    

মাশরাফি বলেন, `ওভালের উইকেট গিরগিটির মতো রং বদলাচ্ছে। আসলে দ্বিপক্ষীয় সিরিজে স্বাগতিকদের ইচ্ছা মতো উইকেট বানানো যায়। এখানে হোম টিমের সুবিধা সবসময়ই থাকে। সে ক্ষেত্রে ওরা কী রকম উইকেট বানায় এখন সেটা দেখার বিষয়। কালকে এসে দেখেছি একরকম উইকেট, আজকে সকালে এসে দেখছি একটু  উইকেটে একটু সাদাটে ভাব আছে। আগামীকাল কী রকম উইকেট থাকবে, কে জানে!!`

মাশরাফি আরও বলেন, `বিশ্বকাপ খেলতে যখন এসেছিলাম, আমরা জানতাম যে স্পোর্টিং উইকেট পাব। একই সঙ্গে জানতাম যে হাই স্কোরিং ম্যাচ হবে। এখনো মনে হচ্ছে, এটা একটা হাই স্কোরিং ম্যাচ হবে। তবে আসলে অনুমান করা খুব কঠিন।`

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।