যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ


প্রকাশিত: ০৭:১৩ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

বিশ্বকাপের পর থেকেই  দেশের মাটিতে ধারাবাহিকভাবে সফল বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে সিরিজ হারলেও এর আগে ঘরের মাঠে পায় টানা ষষ্ঠ সিরিজ জয়ের স্বাদ। এবার টাইগারদের পরীক্ষা নিজেদের দেশের বাইরে তুলে ধরার। তাই এ সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহটাও বেশি।

আর দেশের দর্শকদের এই আগ্রহের কথা ভেবেই বাংলাদেশ টেলিভিশন এবং চ্যানেল নাইন এই সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

এদিকে বাংলাদেশ ছাড়াও ভারতের দর্শকরা এই সিরিজের খেলা দেখতে পারবেন সনি ইএসপিএন, স্টার স্পোর্টসে। আর নিউজিল্যান্ডের দর্শকদের জন্য ম্যাচগুলো প্রচার করবে প্রিমিয়ার টিভি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।