উইলিয়ামসন ফেরায় স্বস্তিতে কিউই কোচ


প্রকাশিত: ০৬:২৯ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশকে সামনে রেখে কিউই দলে ফিরেছেন তিন ফরম্যাটের অধিনায়ক কেন উইলিয়ামসন। এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ শেষে দুই সপ্তাহ বিশ্রাম নিয়েছিলেন তিনি। ২৪ ডিসেম্বর শনিবার আবারো দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। আর উইলিয়ামসনকে দলে ফিরে পাওয়ায় বেশ স্বস্তি প্রকাশ করেছেন কিউই দলটির কোচ মাইক হেসন।

কোচ মাইক হেসন বলেন, তাকে বিশ্রাম দিতে পারা খুব ভালো একটি ব্যাপার। তিন ফরম্যাটই খেলাটা খুব কঠিন আবার সঙ্গে আপনি দলের অধিনায়কও। আশা করছি এই বিশ্রাম খুব কাজে আসবে উইলিয়ামসনের জন্য।

এদিকে ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না কিউইদেরে। ভারতের কাছে ৩-২ ব্যবধানে হারের পর আবার অস্ট্রেলিয়ায় ৩-০ ব্যবধানে হারে তারা। তবে কিউই কোচ হেসনের বিশ্বাস বাংলাদেশ সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াবে তারা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।