কাল ফের শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ


প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬

পাঁচ দিনের বিরতি শেষে রবিবার থেকে আবারও মাঠে গড়াতে যাচ্ছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দেশের ফুটবলের সবচেয়ে মর্যাদা পূর্ণ আসরটির আর  মাত্র দুই রাউন্ডের খেলা বাকি। তবে লিগের আসল যে রোমাঞ্চ- শিরোপা, সেটির নিষ্পত্তি হবে এই দুই রাউন্ডেই। রবিবার শুরু শেষ দুই রাউন্ডের দিকে তাই নজর থাকছে সবারই। যেখানে শিরোপা ঘরে তুলবে ঢাকা আবাহনী কিংবা  চট্টগ্রাম আবাহনী।

গত ১৯ ডিসেম্বর ২০ তম রাউন্ডের খেলা শেষে বিজয় দিবস এবং জাতীয় অ্যাথলেটিসক প্রতিযোগীতা উপলক্ষে পাঁচ দিনের বিরতী পড়েছিল লিগে। বিরতী শেষে ২১ তম রাউন্ডের প্রথম ম্যাচে রবিবার মুখোমুখি হবে রাসেল ক্রীড়াচক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৫.৪৫ মিনিটে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান।

২০ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে রয়েছে মোহামেডান। শেখ জামালের বিপক্ষে ম্যাচটি তাদের বাঁচা মরার লড়াই বলতে হবে। ১২ দলের লিগে শেষ দিক থেকে তৃতীয় অবস্থানে থাকলেও অবনমন এড়াতে জয়ের বিকল্প নেই তাদের। কোন ভাবে তারা পয়েন্ট খোয়ালে, আর তাদের নিচে থাকা উত্তর বারিধারা ও সকার ক্লাব ফেনী জয় পেলে ঘোর অমানিশাই নেমে আবাবে মোহামেডানের ভাগ্য। কোচ জসিম উদ্দিন জোসীর অধীনে লিগ শুরু করা দলটি কাল পরীক্ষা দেবে সেই জোসীরই শেখ জামালের বিপক্ষে, যিনি লিগের মাঝ পথে মোহামেডানের দায়িত্ব ছেড়ে যোগ দেন শেখ জামালে।

পয়েন্ট তালিকায় সপ্তম ও অস্টম স্থানে থাকা শেখ রাসেল ও আরামবাগের অবশ্য তেমন কোন ভয় নেই। দুই মৌসুম পর প্রিমিয়ারে ফিরে আরামবাগ নিজেদের পারফরমেন্সে অখুশি থাকার কথা নয়। অন্যদিকে কঠিন পরীক্ষায় পড়ে যাওয়া শেখ রাসেলও কাটাতে পেরেছে তাদের দূরাবস্থা।

তবে শিরোপার লড়াইয়ে রয়েছে কেবল দুই দলই  ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। ২০ খেলায় ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ঢাকা আবাহনী এবং নাকি সমান খেলায় ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম আবাহনী, কার ঘরে শিরোপা যাবে সেটিই এখন লিগের আসল রোমাঞ্চ। যার নিস্পত্তি হয়ে যেতে পারে আগামী পরশু সোমবারই। দুই আবাহনীই মাঠে নামবে এদিন। ঢাকা আবাহনী খেলবে উত্তর বারিধারার বিপক্ষে এবং চট্টগ্রাম আবাহনী খেলবে মুক্তিযোদ্ধার বিপক্ষে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।