সাম্প্রতিক পরিসংখ্যানে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬

বাংলাদশে আর নিউজিল্যান্ডের ব্যবধান কতটা? প্রশ্ন করলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে বর্তমান সময়ের ক্রিকেট সমর্থকদের মধ্যে। কেউ বলবে, কেন বাংলাদেশই তো অনেক বেশি এগিয়ে! আবার কেউ বলবে, না নিউজিল্যান্ড। এমন মিশ্র প্রতিক্রিয়া আসার কারণটা সহজ। সাম্প্রতিক পরিসংখ্যানে যে বাংলাদেশ ঢের এগিয়ে!

ওয়ানডে র্যাংকিংয়ে নিউজিল্যান্ড চার নম্বরে। বাংলাদেশ রয়েছে ৭ নম্বরে। ব্ল্যাক ক্যাপসদের মাটিতে যদিও এখনও পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ জয়ের স্বাদ পায়নি টাইগার বাহিনী। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ২৬টি ওয়ানডে খেলেছে টাইগার বাহিনী। এর মধ্যে ৭টি অনুষ্ঠিত হয়েছে নিউজিল্যান্ডের মাটিতে। যেখানে সবগুলোতেই হার বাংলাদেশের।
 
তবে সর্বশেষ ৯ ম্যাচের ফল খেয়াল করলে দেখা যাবে, বাংলাদেশই একাধিপত্য বিস্তার করেছে নিউজিল্যান্ডের ওপর। এই ৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৭ টিতে, ১টি পরিত্যাক্ত এবং বাকি ম্যাচটিতে জিতেছে নিউজিল্যান্ডই। যদিও এই সাতটি জয়ই বাংলাদেশের এসেছে দেশের মাটিতে।

২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ই নয় শুধু, কিউইদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবায় টাইগার বাহিনী। সে ঘটনার পুনরাবৃত্তি ঘটে আবারো ২০১৩ সালে। টিম বাংলাদেশের কাছে আবারো হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয় তাদের।

সর্বশেষ ৯ ম্যাচের ফল
 
৫ অক্টোবর, ২০১০
বাংলাদেশ : ২২৮ (৪৯.৩ ওভার)
নিউজিল্যান্ড : ২০০/৮ (৩৭ ওভার)
ফল : বাংলাদেশ ৯ রানে জয়ী (ডি/এল)।

৮ অক্টোবর, ২০১০
বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত। কোনো বলই গড়ায়নি মাঠে।

১১ অক্টোবর, ২০১০
নিউজিল্যান্ড : ১৭৩ (৪২.৫ ওভার)
বাংলাদেশ : ১৭৭/৩ (৪০ ওভার)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

১৪ অক্টোবর, ২০১০
বাংলাদেশ : ২৪১ (৪৮.১ ওভার)
নিউজিল্যান্ড : ২৩২ (৪৯.৩ ওভার)
ফল : বাংলাদেশ ৯ রানে জয়ী ।

১৭ অক্টোবর, ২০১০
বাংলাদেশ : ১৭৪ (৪৪.২ওভার)
নিউজিল্যান্ড : ১৭১(৪৯.৩ ওভার)
ফল : বাংলাদেশ ৩ রানে জয়ী ।

২৯ অক্টোবর, ২০১৩
বাংলাদেশ : ২৬৫ (৪৯.৫ওভার)
নিউজিল্যান্ড : ১৬২ (২৯.৫ওভার)
ফল : বাংলাদেশ ৪৩ রানে জয়ী (ডি/এল।

৩১ অক্টোবর, ২০১৩
বাংলাদেশ : ২৪৭ (৪৯ওভার)
নিউজিল্যান্ড : ২০৭(৪৬.৪ওভার)
ফল : বাংলাদেশ ৪০ রানে জয়ী ।

৩ নভেম্বর, ২০১৩
নিউজিল্যান্ড: ৩০৭/৫ (৫০ ওভার)
বাংলাদেশ: ৩০৯/৬ (৪৯.২ ওভার)
ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

১৩ মার্চ, ২০১৫
বাংলাদেশ : ২৮৮/৭ (৫০ ওভার)
নিউজিল্যান্ড : ২৯০/৭ (৪৮.৫ ওভার)
ফল : নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।