ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশ ঘোষণা


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

কয়েকদিন আগেই ইল্যাংন্ডের অ্যালিস্টার কুককে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ। আইসিসির পর এবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নিজস্ব ওয়েবসাইটে বর্ষসেরা টেস্ট একাদশ নির্বাচন করেছে। আর এই একাদশে অধিনায়ক ঘোষণা করা হয় আইসিসির টেস্ট একাদশে জায়গা না পাওয়া ভারতের টেস্ট দলপতি বিরাট কোহলিকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত একাদশে সর্বোচ্চ তিনজন রয়েছে ইংল্যান্ডের ক্রিকেটার। এছাড়াও ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দু’জন করে খেলোয়াড় রাখা হয়েছে। অন্যদিকে শ্রীলংকা ও পাকিস্তানের একজন করে খেলোয়াড় আছে এই দলে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত বর্ষসেরা টেস্ট একাদশ-
আজহার আলী (পাকিস্তান), জো রুট (ইংল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), বেন স্টোকস (ইংল্যান্ড), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ (শ্রীলংকা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।

এমআর/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।