পঞ্চমবারের মতো দ্রুততম মানব মেসবাহ


প্রকাশিত: ০১:০৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৬

টানা তৃতীয় এবং ক্যারিয়ারে পঞ্চমবারের মতো দেশের দ্রুততম মানব হয়েছেন মেসবাহ আহমেদ। নৌবাহিনীর এ অ্যাথলেট ২০১৩ সাল থেকেই রাজত্ব করছেন ট্র্যাকে। বৃহস্পতিবার ৪০ তম জাতীয় অ্যাথলেটিকের প্রথম দিনে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে মেসবাহ ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে শেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছেন। তবে গত আসরের চেয়ে কিঞ্চিত বেশি সময় নিয়েছেন তিনি। গত আসরে স্বর্ণ জিতেছিলেন ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে।

এ ইভেন্টে দ্বিতীয় হয়েছেন একই সংস্থার এম এ রউফ। তিনি সময় নিয়েছেন ১০.৭০ সেকেন্ড। তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরীফুল ইসলাম। যার টাইমিং ১০.৭৭ সেকেন্ড।

শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরে মেসবাহ আহমেদ দারুন খুশি ‘এটা আমার ১০০ মিটারে স্বর্ণ জয়ের হ্যাটট্রিক। ক্যারিয়ারে পঞ্চমবারের মতো দেশের দ্রুততম মানব হতে পেরে আশি খুশি।’

এবার তো পদকের পাশপাশি ১০ হাজার টাকা পুরস্কারও পাচ্ছেন। উদ্যোগটিকে কিভাবে দেখছেন? ‘১০ হাজার টাকা বড় কিছু না। তবে বড় হলো উদ্যোগ। আগে কখনো দেয়নি। এখন শুরু হলো। আশা করি এ ধারাবাহিকতা বজায় থাকবে’- বলেছেন দেশের দ্রুততম মানব।

আরআই/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।