দুই ঢাকার লড়াইয়ে জয়ী ঢাকা বিভাগ


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৬

ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লিগে দুই ঢাকার লড়াইয়ে জয় পেয়েছে ঢাকা বিভাগ। ম্যাচের শুরু থেকে বোলারদের আধিপত্য থাকায় একদিন আগেই শেষ হয়ে যায় ম্যাচটি। আর তাতে পাঁচ উইকেটের দারুণ জয় পেয়েছে মোহাম্মদ শরীফের দল।

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আগের দিনের চার উইকেটে ২৭ রান নিয়ে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। তবে আর ২৮ রান যোগ করতেই রান আউটে কাটা পড়েন দলের সেরা তারকা মোহাম্মদ আশরাফুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে মাত্র ১২৫ রানেই অলআউট হয়ে যায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন মেহরাব হোসেন জুনিয়র। ৬০ বলে ৬টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া সাদমান ইসলাম করেন ২৮ রান। ঢাকা বিভাগের পক্ষে ২৪ রানে ৩টি উইকেট নেন মোহাম্মদ শরীফ। ২টি করে উইকেট পান তাইবুর রহমান ও শাহাদাত হোসেন। এছাড়া ১টি করে উইকেট নেন নাজমুল ইসলাম ও দেওয়ান সাব্বির।

ঢাকা মেট্রোর দেওয়া ১০৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার আব্দুল মজিদ ও জয়রাজ শেখ। তবে দলীয় ৩৭ রানে মজিদকে ফিরিয়ে মেট্রোকে ম্যাচে ফিরিয়ে আনেন সৈকত আলী। এরপর দলীয় ৬২ রানে আবার জোড়া আঘাত হানেন আবু হায়দার রনি। ১ রান যোগ করার পর আবার জোড়া আঘাত হেনে রনি। ফলে দারুণভাবে ম্যাচ ফিরে আসে ঢাকা মেট্রো।

তবে ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাহিদুজ্জামানকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ব্যাটিং করেন তাইবুর রহমান। এ দুই ব্যাটসম্যানের অপরাজিত ৪৩ রানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা বিভাগ। তাইবুর ২৭ ও জাহিদ ১৬ রানে অপরাজিত থাকেন।

তবে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন জয়রাজ। ঢাকা মেট্রোর পক্ষে ৪২ রানে ৪টি উইকেট পান রনি। এছাড়া ১টি উইকেট পান সৈকত আলী।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।