যুব এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়


প্রকাশিত: ০৫:২২ পিএম, ২১ ডিসেম্বর ২০১৬

স্বাগতিক শ্রীলঙ্কার কাছে বৃষ্টি আইনে ২৬ রানে হেরে যুব এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের যুবারা। এর আগে সেমিফাইনালের খেলায় শ্রীলঙ্কাকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ।

জবাবে ভালোই শুরু করেছিল শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ৭৪ রানের জুটি গড়েন। চতুরঙ্গ একাই করেন ৬৮ রানের এক ঝড়ো ইনিংস। এক পর্যায়ে বৃষ্টি বাগড়া দিলে খেলা বন্ধ হয়ে যায়।

খেলায় গড়ায় ডিএল পদ্ধতিতে। আপম্পায়রা শ্রীলঙ্কাকে ২৬ রানে জয়ী ঘোষণা করে। ফাইনালে ভারতের মুখোমখি হবে স্বাগতিকরা। এর আগে বুধবার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাইফ হাসান।

মোহাম্মদ সজীব হোসেনকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন অধিনায়ক। শুরুটা ভালোই করেন এ দুই ব্যাটসম্যান। তবে দলীয় ৪২ রানে সাজঘরে ফেরেন সাইফ। দ্রুত ফিরে যান বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো খেলতে নামা আরেক ওপেনার সজীবও।

এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে বাংলাদেশের যুবারা। পঞ্চম উইকেটে মোহাম্মদ রাকিবকে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন রায়ান রাফসান রহমান। তবে দলীয় ১৬৬ রানে জোড়া উইকেট হারিয়ে আবার চাপে পড়ে বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়াতে না পারলে মাত্র ১৯৪ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন রায়ান। ৫৮ বলে ৩টি চারে এ রান করেন তিনি। এছাড়া ৫৭ বলে ৩টি চারের সাহায্যে ৩৬ রান করেন আফিফ। অধিনায়ক সাইফ করেন ২৬ রান। শ্রীলংকান যুবাদের পক্ষে ২৫ রানে ৪টি উইকেট তুলে নেন প্রবীণ জয়াবিক্রমা। এছাড়া হারিন বিরাসিংহে পান ৩টি উইকেট।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।