এবার বাংলাদেশকে তাচ্ছিল্য করে জাদেজার টুইট


প্রকাশিত: ০৬:২৪ এএম, ১০ মার্চ ২০১৫

বাংলাদেশি টাইগাররা ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করার পর সারাদেশে বইছে আনন্দের বন্যা। এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে মাশরাফি বাহিনী।

বাংলাদেশের এমন সাফল্য যেন মেনেই নিতে পারছে না বিদেশি ক্রিকেটাররা। পাক ক্রিকেটার নাসির জামসেদের পর এবার বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করে টুইট করলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।

বাংলাদেশকে তাচ্ছিল্য করে রবীন্দ্র জাদেজা টুইটারে লিখেন, ‍কোয়ার্টার ফাইনালে ভারত বাংলাদেশের সাথে খেলবে। এই মুহূর্তে আপনাকে বুঝে নিতে হবে আমরা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছি।

অনেক বাংলাদেশী ক্রিকেটপ্রেমী রবীন্দ্র জাদেজার এই বিতর্কিত টুইট এর রিপ্লাই দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, রবীন্দ্র জাদেজা নিজেই একজন বিতর্কিত খেলোয়াড়। বিশ্বকাপেও বিভিন্ন ম্যাচে অন্যান্য দেশের খেলোয়াড়দের সাথে অশোভন আচরণ করার রেকর্ড রয়েছে তার। এমনকি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সাথে খেলা সিরিজে অশোভন আচরণের কারণে তাকে সতর্ক করে আইসিসি।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।