ভারত-পাক সিরিজ ডিসেম্বরে


প্রকাশিত: ০৬:১৩ এএম, ১০ মার্চ ২০১৫

ফের শুরু হতে চলেছে ভারত-পাক ক্রিকেট সিরিজ। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের ডিসেম্বর-জানুয়ারিতেই দু’দেশের মধ্যে ফের অনুষ্ঠিত হতে পারে এই সিরিজ। এর ফলে দুই দেশের শীতল ক্রিকেটীয় সম্পর্ক আবারও পুনরুজ্জীবিত হওয়ার সমূহ-সম্ভাবনা দেখা যাচ্ছে।

আইসিসি-র নতুন ফিউচার ট্যুর প্রোগ্রামে(এফটিপি)ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের উল্লেখ রয়েছে। সিরিজে দু’টি টেস্ট, পাঁচটি ওয়ান ডে এবং দু’টি টি-২০ ম্যাচ খেলবে।  ভারত ও পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে ভারত অথবা সংযুক্ত আরব আমিরাতে।  নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে এই সিরিজ খেলা হবে না।

এর আগে দু’দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই অনুযায়ী. ২০১৫-এর ডিসেম্বর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে ৬ টি সিরিজ হওয়ার কথা। এ সিরিজে মোট ১২ টি টেস্ট, ৩০ টি একদিনের ম্যাচ ও ১১ টি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।