রাজশাহীকে ম্যাচে রাখলেন ফরহাদ রেজা


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২১ ডিসেম্বর ২০১৬

ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লিগে আগের দিন সিলেট বিভাগের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২০৪ রানে অলআউট হয়ে যায় রাজশাহী বিভাগ। তবে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফিরেছে দলটি। ফরহাদ রেজার বোলিং তোপে সিলেটকে ২১৯ রানেই আটকে দিয়েছে দলটি। একাই পাঁচটি উইকেট নিয়েছেন রাজশাহীর এ পেসার।

বুধবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের ২ উইকেটে ৪৩ রান নিয়ে ব্যাটিং করতে নামে সিলেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোন বড় জুটি গড়তে পারেনি দলটি। তবে ষষ্ঠ উইকেটে ৬৩ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন অলক কাপালী ও রুমান আহমেদ। এছাড়াও শেষ দিকে দারুণ এক হাফসেঞ্চুরি তুলে দলকে ২১৯ রানের সংগ্রহ এনে দেন আবুল হাসান রাজু।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন রাজু। ৭২ বলে ১২টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া রুমান ৪১ ও কাপালী ৪০ রান করেন। রাজশাহীর পক্ষে ৯১ রানে ৫টি উইকেট নেন ফরহাদ রেজা। ৪৭ রানে ৩টি উইকেট পান মামুন হোসেন। এছাড়া মুক্তার আলী নেন ১টি উইকেট।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বোলিং তোপে পড়েছে রাজশাহীও। ৯২ রান তুলতে হারিয়েছেন প্রথম সারির তিন ব্যাটসম্যান। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান নিয়ে অপরাজিত রয়েছেন জুনায়েদ সিদ্দিকি। ৫০ বলে ৫টি চারের সাহায্যে এ রান করেছেন তিনি। এছাড়া ৫৪ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৩৮ রান করেছেন মাইশুকুর রহমান। সিলেটের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী, শাহানুর রহমান ও আবুল হোসেন রাজু।

আরটি/আইএইচএই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।