পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কার উপরে বাংলাদেশ


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ১০ মার্চ ২০১৫

বাংলাদেশের বিশ্বকাপ কাটছে স্বপ্নের মত। সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের ১১তম আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা।

বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠে আসায় পয়েন্ট টেবিলে হিসাব কষতে হচ্ছে গ্রুপের অবস্থান নিয়ে। ৫ ম্যাচ শেষে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কাকে টপকে গেল বাংলাদেশ।

তালিকায় মাশরাফির দল রয়েছে তৃতীয় স্থানে। অপরদিকে শ্রীলঙ্কার অবস্থান চতুর্থ। দুই দলই খেলেছে ৫টি করে ম্যাচ। একটি হার, ৩টি জয় ও ১টি টাইয়ের কারণে বাংলাদেশের নামের পাশে যোগ হলো ৭ পয়েন্ট। অপরদিকে দুটি হার ও তিনটি জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে লঙ্কানরা রয়েছে চতুর্থ স্থানে।

এদিকে ৫ ম্যাচ খেলে সবকটিতে জিতে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৭ পয়েন্ট ঝুলিতে জমা করে বাংলাদেশের চেয়ে রান রেটে এগিয়ে অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।