সোহরাওয়ার্দি শুভর সেঞ্চুরিতে রংপুরের বড় সংগ্রহ


প্রকাশিত: ১১:০৭ এএম, ২১ ডিসেম্বর ২০১৬

ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লিগে টায়ার-২ এর চতুর্থ রাউন্ডে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে বড় সংগ্রহ করেছে রংপুর বিভাগ। আট নম্বরে ব্যাট করতে নেমে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সোহরাওয়ার্দি শুভ। তার সেঞ্চুরির ওপর ভর করেই নিজেদের প্রথম ইনিংসে ৪৫০ রান করতে সমর্থ হয় দলটি।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৭ উইকেটে ৩১৫ রান নিয়ে ব্যাটিং করতে নামে রংপুর। ৬২ রানে অপরাজিত থাকা সোহরাওয়ার্দী শুভ এদিন তুলে নেন সেঞ্চুরি। ২০৪ বলে ১২১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ১৪টি চারের সাহায্যে এ রান করেন এ অলরাউন্ডার। এছাড়া ৬৪ রানের দারুণ ইনিংস খেলেন আলাউদ্দিন বাবু। ৮৯ বলে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। অষ্টম উইকেটে এ দুই ব্যাটসম্যানের ১৩০ রানের জুটিত ভর করেই ৪৫০ রানের সংগ্রহ পায় রংপুর।

চট্টগ্রামের পক্ষে ৯৩ রানে ৪টি উইকেট নেন সাইফউদ্দিন। ৭৭ রানে ৩টি উইকেট পান হোসেন আলী। এছাড়া আরিফ আহমেদ ও ইফতেখার সাজ্জাদ ১টি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দিনশেষে ৮২ রান করেছে চট্টগ্রাম। বিনিময়ে হারিয়েছে অভিষেক মিত্র (২৮) ও পিনাক ঘোষের (১৮) উইকেট। তাসামুল হক ১১ ও ইরফান শুক্কুর ২৪ রানে অপরাজিত রয়েছেন। রংপুরের পক্ষে ১৬ রানে ২টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাদ্দাম।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।