ব্রিটিশ গণমাধ্যমের তোপের মুখে ইংলিশ দল


প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০৯ মার্চ ২০১৫

বাংলাদেশের কাছে হেরে প্রথমত সংবাদ সম্মেলনে স্বদেশী সাংবাদিকদের মুখোমুখি হতে হয় ইংল্যান্ড দলকে। তাদের একের পর এক প্রশ্নের তোড়ে বেসামাল ইংলিশদের অবস্থা ধরা পড়েছে দেশটির সংবাদমাধ্যমগুলোর সংবাদে।

বাংলাদেশের বিরুদ্ধে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ায় দলটির ওপর বেজায় ক্ষেপেছে ব্রিটিশ মিডিয়া। ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) বলেছে, এটি ইংল্যান্ডের গত ২৩ বছরের বিশ্বকাপ ব্যর্থতার সর্বশেষ সংযোজন। বিবিসির মতে, আগেও (১৯৯৯) ইংল্যান্ড প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছে। তবে এবারের মতো বাজে খেলা আর খেলেনি তারা। কেননা, এবার দলটি কোনো টেস্ট খেলুড়ে দেশকেই হারাতে পারেনি।

গার্ডিয়ান তাদের শিরোনামে বলেছে, ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাঁচা-মরার এই ম্যাচে ব্রিটিশ দলটি প্রতিযোগিতায়ই ছিল না বলে মনে করে দৈনিকটি। বিশ্বকাপের আসর আবারও ইংল্যান্ডকে লজ্জায় ডুবিয়েছে বলে মন্তব্য করেছে গার্ডিয়ান।

মর্গানের দলকে সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ করেছে মেইল অনলাইন। এমন পরাজয়কে শোচনীয় আত্মসমর্পণ ও চরম অপমানজনক বলে উল্লেখ করেছে।গোটা টুর্নামেন্টে একের পর এক পরাজয়ে দলটি ক্রিকেটবিশ্বে হাসির পাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে দৈনিকটি। তাদের মতে, এবারের এ দলটি নিয়ে ব্রিটিশদের অনেক আশা ছিল।

ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক কেভিন পিটারসন এক টুইটে বলেছেন, `আমি এটি বিশ্বাসই করতে পারছি না। তবে বাংলাদেশ দল ভালো করেছে। তাদের এই (জয়) প্রাপ্য।` বিশ্বকাপের আগে গত ৬ মাস ধরে অ্যাশেজ সিরিজে খেলে ইংল্যান্ড নিজেদের প্রস্তুত করছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।