পরীক্ষায় নকলের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন নাসির জামশেদ
বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য করা পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। লাহোরের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
হায়দার আশরাফ নামের এই পুলিশ কর্মকর্তা বলেন, “পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য নাসিরকে হাতে নাতে ধরা হয়”
ইংলিশদের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিরের নামে চালানো অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ এবং রুবেল হোসেনের নামে কুৎসিত মন্তব্য করা হয়। নাসিরের বক্তব্যের সাথে সাথে তার দুর্বল ইংরেজি নিয়েও এসময় সমালোচনার ঝড় ওঠে।
পাকিস্তানি সংবাদপত্র ‘দ্য নিউজ রিপোর্ট’ জানায়, ২০ বছর বয়সী নাসির উচ্চমাধ্যমিকে এই ইংরেজি পরীক্ষাতেই অসদুপায় অবলম্বনের জন্য ধরা পড়েন। তিনিসহ আরো চারজনের খাতায় একই হাতের লেখা দেখে সন্দেহ হওয়ায় খোঁজ নিলে জানা যায়, নাসিরসহ এই তিনজন অপর একজনকে দিয়ে পরীক্ষার উত্তরপত্র লিখিয়ে নিয়ে জমা দিয়েছিলেন।
এ ঘটনায় ধরা পড়া নাসির যে পাকিস্তান দলের একজন খেলোয়াড়, পুলিশ কর্মকর্তা হায়দার তখনো তা জানতেন না বলে ‘দ্য নিউজ রিপোর্ট’কে জানান।
ঐ ঘটনায় করা মামলায় তিনি এখন পর্যন্ত জামিনে আছেন।
এসআরজে