টাইগারদের নিয়ে ফেসবুকজুড়ে ফান
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর বাংলাদেশি চার টাইগার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও তামিম ইকবালসহ তাদের স্ত্রীদের নিয়ে মজার একটি স্ট্যাটাস দিয়েছে ফেসবুকের ফ্যান পেইজ Keu amare Mairala।
জাগো নিউজের পাঠকদের উদ্দেশ্যে স্ট্যাটাসটি তুলে ধরা হলো।
পেইজে মুশফিক সম্পর্কে তার স্ত্রী বলছেন, বুবু আমার বাবুটা আজকে ৮৯ করেছে। মাহমুদউল্লাহর স্ত্রী আবার তার বোনকে বলছেন... তোর দুলাভাই আজকে সেঞ্চুরি করছে। রুবেল সম্পর্কে হ্যাপি বলছেন... আর আমার বাবুটা সবাইকে হ্যাপি করছে। তবে স্ট্যাটাসে তামিম তার বউকে বলছেন... ক্যান যে এইটারে বিয়া করছিলাম।
বিএ/আরআই