টাইগারদের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর পুরস্কার ঘোষণা
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপ-২০১৫ পঞ্চম ম্যাচে ইংল্যান্ড-এর বিরুদ্ধে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য ২০ (বিশ) লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
সোমবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাঠানো এক বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।
ঘোষণাপত্রে ক্রীড়া প্রতিমন্ত্রী সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদকেও ক্রীড়া প্রতিমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন।
পৃথক এক অভিনন্দন বার্তায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় আইসিসি ওয়ার্ল্ড কাপে পঞ্চম ম্যাচে ইংল্যান্ড-এর বিরুদ্ধে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, সোমবার ইংল্যান্ডকে ১৫ রানের ব্যাবধানে হারিয়ে বিশ্বকাপের ১১তম আসরে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে টাইগাররা।
আরএস/পিআর