নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের দলে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

সিডনিতে খেলা দুটি প্রস্তুতি ম্যাচে দলে ছিলেন না মোস্তাফিজুর রহমান। প্র্যাকটিস সেশনে নেটে বোলিং করেছেন ৫০ থেকে ৬০ ভাগ ফিটনেস নিয়ে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও জানিয়েছেন, শতভাগ ফিটনেস না ফেরা পর্যন্ত তাকে খেলানোর ঝুঁকি নেয়া হবে না।

এই যখন পরিস্থিতি, তখন তাকে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ এবং প্রথম ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে রয়েছে মোস্তাফিজের নামও। ২২ ডিসেম্বর অকল্যান্ডের ওয়াঙ্গারেইতে প্রস্তুতি ম্যাচ এবং ক্রাইস্টচার্চে ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।

২৩ জনের দল থেকে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের ওয়ানডে দল। মোস্তাফিজের সঙ্গে এ দলে ফিরেছেন পেসার রুবেল হোসেনও। এছাড়াও প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন লেগস্পিনার তানভির হায়দার। আর প্রথমবারের মত ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ ও শুভাশিষ রায়।

অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প শেষে গত রোববার নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দলের ২৩ ক্রিকেটারের সবাই এখন রয়েছেন অকল্যান্ডের ওয়াঙ্গারেইতে। সেখানেই ২২ ডিসেম্বর প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। তবে ১৫ সদস্যের দল ঘোষণা করলেও এখনই দেশে ফিরছেন না বাকি ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্ট স্কোয়াড ঘোষণার পর দেশে ফেরার কথা বাকি ক্রিকেটারদের।

নিউজিল্যান্ডের ওয়াঙ্গারেই কোবহাম ওভালে আজ অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। এখানেই বৃহস্পতিবার নিউজিল্যান্ড বোর্ড একাদশের বিপক্ষে একমাত্র ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে। এরপর ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে অনুষ্ঠিত হবে শেষ দুটি ওয়ানডে।

বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায় এবং তানভির হায়দার।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।