মাশরাফিদের সংবর্ধনা দিলো ওয়াঙ্গেরি মেয়র


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের শহর ওয়াঙ্গেরিতে পৌঁছানোর পর সেখানকার বসবাসরত বাংলাদেশিদের সংগঠন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ড (বানজি) ক্রিকেটারদের জন্য সংবর্ধনা পেয়েছেন মাশরাফি-সাকিব-তামিমরা। এবার টাইগারদের সংবর্ধনা দিলো ওয়াঙ্গেরির মেয়র।

আগামী ২২ ডিসেম্বর এই ওয়াঙ্গেরির কোবহাম ওভালে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা। সেজন্যই ওয়াঙ্গেরিতে এখন অবস্থান করছেন মাশরাফি-তামিম-মুশফিকরা।

ওয়াঙ্গেরির মেয়রের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এছাড়া স্থানীয় ঐতিহ্য অনুযায়ী নেচে-গেয়ে বরণ করে নেয়া হয় টাইগারদের।

এনইউ/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।