বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশের দল ঘোষণা


প্রকাশিত: ০৭:১৬ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

অস্ট্রেলিয়ায় ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রোববার সকালে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর সিরিজ শুরুর আগে আগামী ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি-সাকিবরা। একমাত্র প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে কোল ম্যাকোনহিকে অধিনায়ক করে নিউজিল্যান্ড একাদশের দল ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ড সিরিজের আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বর্তমানে অস্টেলিয়ায় ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছেন মাশরাফি-সাকিবরা। ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিতে বিগ ব্যাশ লিগের দুইটি দলের সাথে অনুশীলনী ম্যাচও খেলেছেন ক্রিকেটাররা। ১৪ ডিসেম্বর প্রথম ম্যাচটি সিডনি সিক্সার্সের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ উইকেটের জয় পাওয়ার পর গতকাল চ্যাম্পিয়ন দল সিডনি থান্ডারের কাছে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ।  

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ।

নিউজিল্যান্ড একাদশ :
রায়ান ডাফি, বেন স্মিথ, ভরত পপলি, কেন ম্যাকলার, কোল ম্যাকোনহি (অধিনায়ক), বেন হরনে, শন হিকস, হেনরি শিপলে, ম্যাট ম্যাকওয়ান, ব্রেট হ্যাম্পটন, আজায প্যাটেল, ইয়ান ম্যাকপিক।

এমআর/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।